Reported By : Masud Rana
১১ ই জানুয়ারি, বুধবার, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে প্রার্থীর তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যখম এক তৃণমূল কর্মী। ওই কর্মীর নাম হানিফ শেখ। জানা যায়, এদিন রায়পুর অঞ্চল তৃণমূল কার্যালয়ে প্রতিটি গ্রাম থেকে তিনজনের নাম পাঠানোর নির্দেশ দেন রাজ্য তৃণমূল নেতৃত্বরা। সেই মতো নাম তোলার কাজ চলাকালীন তৃণমূলের মধ্যেই তর্ক-বিতর্ক শুরু হয়। তারপরে চলে মারধর। আর এই ঘটনায় গুরুতর জখম হয় হানিফ শেখ নামে এক তৃণমূল কর্মী। এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ।