তৃণমূলের জয়ের উৎচ্ছাস ডোমকল মহকুমা জুড়ে

সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থক দের টানটান উত্তেজনা ছিল ,সময় যত গড়তে থাকে ততই তৃণমূলের তিন প্রার্থী বিপুল সংখ্যক ভোটে এগিয়ে চলছে।এবং দুপুর নাগাদ ভবানী পুর বিধান সভার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে জয়ী ঘোষণা করেন।তার পরে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা জুড়ে তৃণমূল সমর্থন গণ ,আবির খেলা থেকে শুরু করে মিষ্টি মুখ ও বোম ফাটায় ডোমকল জলঙ্গী বাজারের রাস্তায় ।

Leave a Reply

error: Content is protected !!