তৃণমূলের জেলা সভাপতিদের উদ্দেশ্যে ভরতপুরে বিধায়ক হুমায়ূন কবিরের হুঁশিয়ারিভরতপুর

তৃণমূলের জেলা সভাপতিদের উদ্দেশ্যে ভরতপুরে বিধায়ক হুমায়ূন কবিরের হুঁশিয়ারিভরতপুর

Reported By Binoy Roy

সোমবার ভরতপুরে তৃনমূল বিধায়ক হুমায়ূন কবিরের ডাকে আয়োজিত হয় ২১ শে জুলাই এর প্রস্তুতি সভা 

 

সেই সভা থেকেই বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে জেলা নেতৃত্বকে এবং ভরতপুর বিধানসভার ২ ব্লক সভাপতির নাম না করে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে, সভামঞ্চ থেকে বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে হুমায়ন কবির বলেন , জেলা তৃণমূলের সভাপতি তথাকান্দির বিধায়ক অপূর্ব সরকার নাকি ভরতপুরে এবং বড়ঞায় কলকাঠি নাড়ছে। আর আগামী একুশে জুলাই এর পর থেকে এই কল নারা তার বন্ধ করবে পাশাপাশি জেলা সভাপতি বিধানসভা তথা কান্দি সহ জেলার বেশ কয়েকটি বিধানসভায় নিজের নেতৃত্বেই রাজনৈতিকভাবে কলকাঠির নারা শুরু করবে যা কেউ আটকাতে পারবে না। কার্যত এভাবেই একুশে জুলাই প্রস্তুতি মঞ্চ থেকে প্রকাশ্য সভাই তৃনমূলের জেলা নেতৃত্ব ও তৃণমূলের একাংশকে নিশানা করে হুঁশিয়ারি দেওয়াই ফের একবার অসস্তিতে পড়লো বহরমপুর তৃনমূল।

Leave a Reply

error: Content is protected !!