Skip to content
তৃণমূলের নবজোয়ার যাত্রার মুর্শিদাবাদে আজ তৃতীয় দিন

তৃণমূলের নবজোয়ার যাত্রার মুর্শিদাবাদে আজ তৃতীয় দিন

Reported By : News Desk
৭ ই মে, রবিবার, মুর্শিদাবাদে তৃণমূলের নবজোয়ার যাত্রার আজ তৃতীয় দিন। অভিষেক ব্যানার্জি রবিবার সকালে ভগবানগোলাতে বিধায়ক ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে ঘরোয়া বৈঠক করেন। তারপর একে একে জিয়াগঞ্জ, নূতনগ্রাম, রিং রোড, কান্দি বাসস্ট্যান্ড এলাকায় ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য তৃনমূলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পুষ্প স্তবক দিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ু গোপাল
সংর্বধনা জানান। ভগবানগোলা হয়ে এম.জে ব্লক হয়ে, বহরমপুরের উপর দিয়ে তারপর তিনি হরিহরপাড়ার উদ্দ্যেশে রওনা দেন।

Leave a Reply

error: Content is protected !!