নির্বাচনী প্রচারের শেষ বেলায় বহরমপুরের শাহাজাদপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগদান করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন সহ জেলা তৃণমূল দলের বিশিষ্ট নেতা, কর্মী ও সমর্থকরা। এদিনের এই নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে দলের সমর্থনে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন- বাংলায় তৃণমূলের মোকাবিলা করতে এই নির্বাচনে জোট গড়েছে কংগ্রেস, সিপিএম ও বিজেপি। তাই বাংলায় তৃণমূল সরে গেলে সেই জায়গায় কংগ্রেস বা সিপিএমের আসার কোনো ক্ষমতা নেই, ফলে বাংলায় সরকার গড়বে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় এলে এই বাংলায় টিকে থাকা মুশকিল হবে মুসলিম সমাজের। মূলত পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে মুসলিম অধ্যুষিত জেলায় এই বার্তাই তুলে ধরলেন মন্ত্রী আমজনতার সামনে।