তৃণমূলের সন্ত্রাস যত বাড়ছে ততই যেন পাল্লা ভারী হচ্ছে কংগ্রেসের

তৃণমূলের সন্ত্রাস যত বাড়ছে ততই যেন পাল্লা ভারী হচ্ছে কংগ্রেসের

Reported By : Binay Roy

১০ ই জুন, শনিবার, এদিকে তৃণমূলের সন্ত্রাস যত বাড়ছে ততই যেন পাল্লা ভারী হচ্ছে কংগ্রেসের। শুক্রবার রাতে খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের পর শনিবার দুপুরে হরিহরপাড়ার হুমাইপুর থেকে একদল বিক্ষুব্ধ তৃণমূল কর্মী যোগদান করলো কংগ্রেসে। এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করেন তারা। এদিন হরিহরপাড়ার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে প্রায় এক শতাধিক তৃণমূল কর্মী যোগদান করেন কংগ্রেসে। এই যোগদান পর্ব শেষে অধীর বাবু বলেন- তৃণমূল আর পুলিশের সন্ত্রাসকে উপেক্ষা করে যারা কংগ্রেসে যোগদান করছে- গর্বের সাথে তাদের সাদরে গ্রহণ করছে কংগ্রেস। এককথায় তিনি বলেন- এই বাংলা থেকে যতদিন না তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যায়- ততদিন চলবে কংগ্রেসে যোগদান- বলে সরাসরি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

error: Content is protected !!