মঙ্গলবার বহরমপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভীক চৌধুরীকে সঙ্গে করে ১০ নং ওয়ার্ডের কান্তনগর মাছমারা থেকে খাগড়া পর্যন্ত ভোট প্রচার করেন। এদিন নাড়ু গোপাল মুখার্জী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চেয়ে মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। গতকালের নির্বাচনের ফলাফলে তৃণমূলের আশানুরূপ সাফল্য লাভ করেছে। অন্যদিকে অধীর চৌধুরীর অভিযোগ অনুযায়ী কংগ্রেস কর্মীদের উপর হামলা ও অত্যাচার প্রসঙ্গে নাড়ু বাবু বলেন, তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি করে না। আমরা যাদের প্রার্থী করেছি তারা প্রত্যেকে উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সনামধন্য ব্যক্তি। আর কংগ্রেস যাদের প্রার্থী করেছে তারা সমাজের ক্রিমিনাল। এমনকি অধীর বাবুর নামেও একাধিক ক্রিমিনাল কেস রয়েছে। আগামী দিন বহরমপুর পৌরসভায় তৃণমূল কংগ্রেস সাফল্য লাভ করবে।