তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা বহরমপুরে। সোমবার বিকেলে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট সংহতি যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিরাট মিছিল বের হয়। এই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ হয়ে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি সহ জেলা অন্যান্য বিধায়কগণ ও তৃণমূল নেতা কর্মীরা। এদিন সংহতি যাত্রার উদ্দেশ্যে জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার সমস্ত ব্লক ও সদর শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হচ্ছে। সংস্কৃতি এবং সংবিধানকে সম্মান জানিয়ে সংহতি দিবস পালন করা হচ্ছে।