News তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফ্লাগ ফেস্টুন ছেড়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে February 15, 2022February 15, 2022 subhom roy REPORTED BY:- BINOY ROY বহরমপুর পৌরসভার 8 ও 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে পোস্টার ব্যানার লাগানো হয় কান্তনগর এলাকায়। গতকাল গভীর রাতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সেই সমস্ত ব্যানার ফেস্টুন ছিড়ে পুড়িয়ে দেয় হয় বলে অভিযোগ তৃণমূলের। Share Facebook Twitter Pinterest Linkedin