Reported By : Binay Roy
১১ ই জানুয়ারি, বুধবার, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরি ও সুতিতে বিধায়ক জাকির হোসেনের শিব বিড়ি ফ্যাক্টরী সহ বেশ কয়েকটি বিড়ি ফ্যাক্টরীতে হঠাৎ কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইনকাম ট্যাক্টস ডিপার্টমেন্টের হানা। বুধবার বেলা ১১ টা নাগাদ সামসেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ ফ্যাক্টরী এবং সুতিতে প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি তথা শিব বিড়ি ফ্যাক্টরীতে হানা দেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা। প্রথমে বিএসএফ জওয়ানদের দ্বারা কার্যত ঘিরে ফেলা হয় ফ্যাক্টরীর চারিদিক। দফায় দফায় বেশ কয়েকটি গাড়িতে হানা দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বেশ কয়েকজন আধিকারিক। আর ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখনও পর্যন্ত চলছে তল্লাশি।