Reported By:তুষার কান্তি খাঁ
সিপিআই(এম)র বিশাল সমাবেশ ও মিছিল পলসনডায় পলসনডা,২১শে সেপ্টেম্বর :পলসনডায় সিপিআই(এম)র বিশাল মিছিল অনুষ্ঠিত
হয়ে গেল এদিন।মিছিল পলসনডা পার্টি অফিস থেকে শুরু হয়ে পলসনডা বাসস্ট্যান্ড, বাজার অতিক্রম করে শেষ হয় পলসনডা মোড়ে।
সেখানে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির নেতা শতরূপ ঘোষ, জেলা সম্পাদক জামীর মোল্লা সহ আরো অনেক নেতৃবৃন্দ।