আর কয়েক মাস পরেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্য রাজনীতিতে দল পরিবর্তনের হিড়িক পড়েছে বিভিন্ন দলে। ঠিক সেই রকমই মুর্শিদাবাদের ডোমকল ব্লক কংগ্রেসভাপতির হাত ধরে বেশ কিছু যুবক এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল ছাড়লেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। যোগদানের ঘটনায় খুশির জোয়ার কংগ্রেস দলীয় কার্যালয়ে অফিসে। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেমন ফল করবে কংগ্রেস নাকি আবারও মুখ থুবড়ে পড়বে তা নিয়ে উঠেছে প্রশ্ন।কেননা বিগত বিধানসভা নির্বাচনে সমস্ত বিধানসভায় কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেসের সংগঠন শক্তিশালী আদৌ কি করতে পারবে । নাকি আবারও প্রতিটা পঞ্চায়েতে পরাজিত হবে সেটাই দেখার।