Reported By : তুষার কান্তি খান
২৬ শে ফেব্রুয়ারি, রবিবার, শামসেরগঞ্জ ব্লকের ভাষাইপাইকর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন যুবক তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআই(এম ) এর যুব সংগঠনের পতাকা হাতে তুলে নিলেন। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মোদাস্বর হোসেন ,দেবাশীষ রায়, হিমাংশু শেখর সাহা সহ ধুলিয়ান লোকাল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।