Reported By : News Desk
৫ ই এপ্রিল , বুধবার, কালিকাপুরের কুশবেড়িয়া জামে মসজিদে রমজান মাসের পবিত্র সময় রাজপুর টাউন তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি দীপক দাসের উদ্যোগে আজ ফল বিতরন করা হল। এদিন দীপকবাবু ফল এবং অনান্য খাদ্য দ্রব্য স্থানীয় সমাজসেবী ফারুক সরদারের হাতে তুলে দেন।