REPORTED BY:- BINOY ROY
আজকে তৃণমূল দলীয় কার্যালয়ে নেতাজির 125 তম জন্মদিন পালন হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহরায় এছাড়া উপস্থিত ছিলেন বর্ষিয়ান নেতা সাহিত্যিক কবি অশোক দাস থেকে শুরু করে সুবোধ দাস দেবাশীষ রায় শিক্ষক নেতা অরুণ বিকাশ দাম থেকে শুরু করে জেলার প্রথম সারির সকল নেতৃত্ব এই খবরটা সকল প্রেস বন্ধুকে বলছি এই খবরটা করে দিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপকৃত হতাম
