Skip to content
তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা, পলাতক অভিযুক্ত

তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা, পলাতক অভিযুক্ত

Reported By : Masud Rana
১২ ই নভেম্বর, রবিবার, তৃণমূল নেতাকে প্রানে মারার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বেদরাবাদের মির্জাচকে। ওই তৃণমূল নেতার নাম অনিল মন্ডল। ওই তৃণমূল নেতার পরিবারের দাবি, অনিল মণ্ডল ও তার ছেলে বিপ্লব মন্ডল রাজ্যের পথসাথী প্রকল্পের তথা রাস্তার কাজের বালি ও পাথর সাপ্লাই দিয়ে থাকে । গতকাল সন্ধ্যায় তারা মির্জাচকে বালি ও পাথর সাপ্লাই দিতে গেলে এলাকার এক দুস্কৃতি টনিক মন্ডল তাদের কাছ থেকে মস্তানির টাকা দাবি করে। তারা সেই টাকা দিতে অস্বীকার করলে তাদের সেই বালি ও পাথর সাপ্লাই দিতে বাধা দেয় টনিক মন্ডল। ইতিমধ্যেই দু'পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। ততক্ষণে স্থানীয়দের মধ্যস্থতায় বচসা মিটলেও পরবর্তীতে রাতের দিকে ফের আসে টনিক মন্ডল। এসে আবারও বচসা শুরু করে । তারপরেই অনিল মণ্ডলকে হাসুয়া ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে ওই দুস্কৃতি। ঘটনাস্থলে ওই তৃণমূল নেতা লুটিয়ে পড়ে। এদিকে চিৎকার শুনে স্থানীয়রা সেখানে আসলে ওই দুস্কৃতি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই ওই দুস্কৃতির বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।

Leave a Reply

error: Content is protected !!