Skip to content
” তৃণমূল নেতারা আগ্নেয়স্ত্র ব্যবহার করতে ভয় পায় না কেনো “- জানতে চাইলেন অধীর রঞ্জন চৌধুরী

” তৃণমূল নেতারা আগ্নেয়স্ত্র ব্যবহার করতে ভয় পায় না কেনো “- জানতে চাইলেন অধীর রঞ্জন চৌধুরী

Reported By :- Binoy Roy

5 জানুয়ারি 2025 – অর্থাৎ রবিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী । তার বক্তবে তিনি বললেন – সমস্ত দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের কথা, তার মতে এ রাজ্যের যত দুর্নীতিবাজ বা মাফিয়া এদের বেশিরভাগ পছন্দের জায়গা কলকাতার ভবানীপুর । অধীর রঞ্জন চৌধুরী এ বিসয়ে হতবাক । তিনি আরো  জানান যে –  

 পুলিশ ও  সিবিআই  অপরাধীদের  নিশ্চিতভাবে চেনে,  কিন্তু তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া  হয় না। 

পাসপোর্ট জালিয়াতি ও পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে যে ধরনের অবইধ কর্ম কাণ্ড ঘটছে সে বিসয়ে তিনি , বৈঠকে দৃষ্টি আকর্ষণ করলেন। বিএসএফকে যেভাবে দোষারোপ করা হয়েছে তার প্রতি তীব্র নিন্দা জানালেন এবং বললেন –  ” যদি বিএসএফ এটা করে থাকে তাহলে পার্লামেন্টে এ বিষয়ে কোন কথা হয় না কেন ?” 

নওদাতে সাম্প্রতিক একজন গুলিবিদ্ধ হয়েছে তৃণমূল নেতাদের কর্তৃক। ” তৃণমূল নেতারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করছে , কেনই বা তৃণমূল নেতারা আগ্নেয়স্ত্র ব্যবহার করতে ভয় পায় না ? “

– জানতে চাইলেন অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

error: Content is protected !!