Skip to content
তৃণমূল পরিচালিত বহরমপুর পৌর বোর্ডের প্রথম বর্ষপূর্তি ২০২২-২০২৩

তৃণমূল পরিচালিত বহরমপুর পৌর বোর্ডের প্রথম বর্ষপূর্তি ২০২২-২০২৩

Reported By : Binay Roy ২৩ শে মার্চ, বৃহস্পতিবার, বহরমপুর পৌর বোর্ডের প্রথম বর্ষপূর্তি ২০২২-২০২৩ (তৃণমূল পরিচালিত)। এদিন সাংবাদিক বৈঠক করে বহরমপুরের পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে যারা পৌরসভার বোর্ড চালিয়েছিলেন তারা গ্রাচুরিটি দেননি। সেই গ্রাচুরিটির মামলা বর্তমানে কোর্টের অধীন। তাই পূর্বে যারা বোর্ড চালিয়েছেন (কংগ্রেস) তারা যদি গ্রাচুরিটি গুলো দিয়ে যেতেন তাহলে আজকে পৌরসভাকে এরকম একটা আর্থিক ঘাটতির মধ্যে পড়তে হত না। পৌরসভার আর্থিক বোঝা বেড়ে গেছে। ফলে কর্মচারীরাও দিশেহারা। এরপর তিনি বলেন, এই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা তারা করবেন। তারপর জেলা সভাধিপতি শাওনী সিংহ রায় বলেন, এই বহরমপুর শহরের শুধু স্কয়ার ফিল্ড ময়দান নয় সমগ্র শহরটাকে এই এক বছরে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তিনি বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি এবং তার সমগ্র টিমকে ধন্যবাদ জানান।

Leave a Reply

error: Content is protected !!