আজ কান্দি তে ইউসুফের সভায় নজরকাড়া ভির যুবক দের।কারোর হাতে ব্যাট,নয়তো কেও জার্সি, তো কেও খাতা আগিয়ে জাতীয় ক্রিকেটার তথা তৃনমূল প্রার্থী ইউসুফ পাঠানের অটোগ্ৰাফ নিলো কান্দি মহকুমার যুবকেরা।
আজ কান্দিতে ভোট প্রচারে তৃনমূল প্রার্থী তথা ক্রিকেটার ইউসুফ পাঠান।কান্দি পৌরসভার হেলিপক্স মাঠে কান্দি মহকুমার তিনটি বিধানসভার নেতা কর্মি সর্মথক দের নিয়ে সভা করেন ইউসুফ পাঠান,মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের ডাকে এই সভা অনুষ্ঠিত হয় সভার নাম দেওয়া হয়েছিলো জনগণের গর্জন।