Skip to content
বহরমপুরে ১০ নম্বর বাঞ্জেটিয়ায় পুন- নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া

বহরমপুরে ১০ নম্বর বাঞ্জেটিয়ায় পুন- নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া

Reported By : Binay Roy
১০ ই জুলাই, সোমবার, গতকাল সম্পূর্ণ বেলার পরিশ্রম হয়েছে ব্যার্থ। কারণ- তৃণমূল বাহিনী দুপুরে ছাপ্পা ভোট মারতে এলে ব্যালট বক্সে জল ঢেলে দিয়েছিলেন মহিলা ভোটাররা। বহরমপুরে ১০ নম্বর বাঞ্জেটিয়ার শ্রী কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়- যেখানে আজ সকাল থেকে ফের শুরু হয়েছে পুন- নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল ৭ টার আগে থেকেই বুথে হাজির হয়েছেন ভোটাররা। এখানেও সকালে মহিলা ভোটারদের উপস্তিতি ছিলো অবশ্যই চোখে পড়ার মতো। যদিও গত দিনের ঘটনা মনে করে যথেষ্টই আতঙ্কে রয়েছেন ভোটাররা। তাদের বক্তব্য- গতকাল যে বুথে সব মিলিয়ে যেখানে লক্ষ্য করা গিয়েছিল ১ জন পুলিশ, সেখানে আজ পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে- এটাই ভরসা।

Leave a Reply

error: Content is protected !!