Reported By : Masud Rana
২৬ শে নভেম্বর, শনিবার, জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক কর্মীসভা। ডিজেল, পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদেই এই কর্মীসভা আয়োজিত হয়। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের পাশে থাকার কথা বললেন বিধায়ক আব্দুর রাজ্জাক। এরপর সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। তবে আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।