বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারীদের প্রতি নৃশংস অত্যাচারের প্রতিবাদে ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার নাগপাশ থেকে মুক্ত করতে তৃণমূল মহিলা কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মহিলা কমিটির পক্ষ থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় হয়ে গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।