তৌহিদ এডুকেশন সোসাইটি পক্ষ থেকে ডক্টর মোহন লাল রসিদ কে বিশেষভাবে সন্মান জানানো হল

তৌহিদ এডুকেশন সোসাইটি পক্ষ থেকে ডক্টর মোহন লাল রসিদ কে বিশেষভাবে সন্মান জানানো হল

Reported By:-BINOY ROY

মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ সম্মানিত হয়েছেন doctor of philosophy উপাধিতে। এই খবর পাওয়ার পর গ্রামের বাড়িতে নেমে এসেছে খুশির হাওয়া। পিতা রসিদ সাহেব অসহায় গরীব মানুষের সাহায্য করতেন আজীবন। তার সুযোগ্য পুত্র মোহন লাল রসিদ, বৃহস্পতিবার গ্রামের বাড়িতে এসে সুবর্ণ স্মৃতি মন্থন করেলেন।
সাঁওতা পাড়া গ্রামের তৌহিদ এডুকেশন সোসাইটি পক্ষ থেকে ডক্টর মোহন লাল রসিদ কে বিশেষভাবে সম্বর্ধনা দিয়ে সন্মান জানানো হয়।
প্রসঙ্গ এই মাদ্রাসায় গরীব দুস্থ, এতীম অসহায় মানুষকে বিনামূল্যে পড়াশোনা করানো হয়। তাই পড়াশোনা এবং মাদ্রাসার উন্নতি প্রকল্পে এক লাখ টাকা সাহায্য দেবার প্রতিশ্রুতি দিলেন ডক্টর মোহন লাল রসিদ।
এর ফলে অনেকটা উপকৃত হবে বলে জানিয়েছেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ। পিতার মতো বড়ো হৃদয়ের মানুষ বলে জানিয়েছেন।
এছাড়াও সাঁওতা পাড়া স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!