“ত্রিধা চৌধুরী”  ক্যামেরার সামনেই শরীর থেকে পোশাক খুলে ফেললেন !

“ত্রিধা চৌধুরী” ক্যামেরার সামনেই শরীর থেকে পোশাক খুলে ফেললেন !

Reported By:- News Desk

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী (Tridha Chowdhury) এখন তুমুল জনপ্রিয় দর্শকদের মধ্যে। তবে বাঙালি বলে যে তিনি শুধু টলি ইন্ডাস্ট্রিতে নিজেকে আবদ্ধ রেখেছেন, তেমনটা নয়; যিনি বাংলা ছাড়িয়েও দাপিয়ে বেড়াচ্ছেন গোটা দেশে। নানা স্বাদের চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি মুগ্ধ করেছেন দর্শককে। তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মের তার দেখা মিলেছে। অভিনেতা ববি দেওলের সিরিজ ‘আশ্রম’-এ ববিতা বৌদির চরিত্রেও অভিনয় করেছেন তিনি। সেখানে তাকে গৃহবধূর ভূমিকায় দেখা গেলেও তার সাহসী অভিনয় মন জয় করেছে দর্শকদের।

তবে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টাইলিংয়েও বেশ সিদ্ধহস্তা হয়েছেন এই বঙ্গ সুন্দরী। সামাজিক মাধ্যমে তার সক্রিয়তাও লক্ষ্যনীয়। সেখানে নানা সাহসী লুকে ধরা দেন তিনি। কখনও শরীরে তোয়ালে জড়ানো আবার কখনও সমুদ্র সৈকতের ধারে বিকিনি পরে নিজেকে মেলে ধরেন ত্রিধা। বলা বাহুল্য, এখন অনেকটাই পরিবর্তিত তিনি। কেরিয়ারের শুরুর দিকের ত্রিধা এখন এখনকার ত্রিধার মধ্যে শারীরিক অভিব্যক্তির একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। আর এই পথেই তিনি পৌঁছে গিয়েছেন সাফল্যের শিখরে।

Leave a Reply

error: Content is protected !!