সান্ধ্যকালীন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মীতা বক্সি, সৌম বক্সি, শ্রেয়া পাণ্ডে, জয়ন্ত রায়, মঞ্জিল ব্যানার্জি সহ বরাহনগর দর্পণ-এর সম্পাদক আশিস ঘোষ, কবি প্রলয় বসু, জুইন বাগচি সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কারেন সঞ্চালিকা বৈশালী বাসু।