Reported By : Binay Roy
১৫ ই নভেম্বর, বুধবার, মুর্শিদাবাদ জেলা জুড়ে বহুদিন থেকে বহরমপুরের স্বেচ্ছাসেবী সংস্থা শহীদ ক্ষুদিরাম পাঠাগার বিভিন্ন ভাবে মানুষকে সাহায্য করে চলেছে। তাদের সেই সমাজসেবা আজও একই ভাবে অতিবাহিত । ৯০দশক থেকে বর্তমান সময় পর্যন্ত মুর্শিদাবাদ জেলা জুড়ে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাদের পাশে থাকার সবসময়ই চেষ্টা করে পাঠাগার। বুধবার ভাত্রৃদ্বিতীয়া উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও পাঠাগারের উদ্যোগে ভাইফোঁটার ব্যবস্থা করা হল। জেলার প্রায় ৫২ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এদিন ভাইফোঁটা দিলো। উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন ও পাঠাগারের সদস্যরা। ভাইফোঁটা উপলক্ষে সারাদিন ধরে তারা খাওয়া দাওয়া করে আনন্দে মেতে উঠলেন।