Skip to content
দঃ ২৪পরগনা জেলা তৃণমূল  কংগ্রেসের  উদ্যোগে এক সাংবাদিক  সন্মেলনে

দঃ ২৪পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সন্মেলনে

Reported By:- News Desk

রাস্তাশ্রী প্রকল্পের সাংবাদিক সন্মেলন জেলা সভাপতিরঃ রাজ‍্য সরকারের প্রকল্প রাস্তাশ্রী নিয়ে আজ বারুইপুরে দঃ ২৪পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী, পরিবহন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী দিলীপ মন্ডল, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম,জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব ঘোষ, ও ডায়মন্ডহারবার যাদবপুরের যুব সভাপতি সোমনাথ বণিক। এদিন সাংবাদিক সন্মেলনে জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী জানান সারা রাজ‍্যের মতো দঃ ২৪ পরগনা জেলা জুড়ে প্রায় ১৩০৫ কিমি রাস্তা তৈরী করা হবে। এর পাশাপাশি পুরাতন রাস্তাগুলিকেও মেরামত করা হবে বলে শুভাশীষ বাবু জানান।

এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন রাজ‍্য যে প্রকল্পগুলি ঘোষনা করেছে কেন্দ্র তার অনেক টাকা বরাদ্দ কমিয়েছে এবং অনেক ক্ষেত্রে সেই বরাদ্দ বন্ধ করে দিয়েছে। তাইতো আজ বাংলার মানুষের স্বার্থে মমতা ব‍্যানার্জী রাস্তায় নেমে ধর্না দিচ্ছেন। যুক্তরাষ্ট্রিয় কাঠামোর কোন নিয়ম কেন্দ্রীয় সরকার মানতে চায় না তাই তো আজ সারা রাজ‍্যের মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত। এদিন তিনি রাজ‍্য সরকারের প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরে বলেন একমাত্র মমতা ব‍্যানার্জী পারেন এত কেন্দ্রীয় বঞ্চনা সত্বেও মানুষের কাছে তার সাধ‍্যমত উন্নয়ন পৌছে দিতে। তাইতো আজ বাংলা দেশকে উন্নয়ন নীরিখে পথ দেখাচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!