একবার নয় দুইবার পাট গাছ নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনে দুপুরে দুষ্কৃতীরা এসে ৮৪ শতক জমির পাট নষ্ট করেছে বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সাহাবাজপুর মাঠ এলাকায়। সোমবার বিকেলে ডোমকল থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। জানাগেছে, দীর্ঘদিন তথা 1973 সালে তৎকালিন কংগ্রেস সরকারের আমলে 84 শতক জমির পাট্টা পায় সাহাবাজপুরের বদরুদ্দিন সেখ, নাদের সেখ এবং কাদের সেখ। তাদের অবর্তমানে তাদের ছেলেরাই এই জমিতে চাষ আবাদ করেন। হঠাৎ করে জমি দখলের জন্য পাট গাছ ছোটো থাকতেই নষ্ট করে একবার। সেই সময় ডোমকল থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। পরে ঐ জমিতেই ফের পাট চাষের জন্য উপযুক্ত করে পাটের চারা রোপন করেন। একটু বড় হতেই দিনে দুপুরে অসাধু প্রোমমোটারেরা ঐ জমি দখল করতে পাট নষ্ট করে বলে অভিযোগ। ঘটনায় এবার চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালেও। মঙ্গলবার সকালেও পাট গাছ নষ্ট করতে আসে একদল দুষ্কৃতী। তারপরেই ঘটনাস্থলে আসেন পুলিশ। যদিও ক্ষতিগ্রস্ত রা সহ সারাংপুর অঞ্চল সভাপতিও দোষিদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।