Skip to content
দুই বাংলার সাংস্কৃতিক সম্মাননা দিল “ট্রাব”

দুই বাংলার সাংস্কৃতিক সম্মাননা দিল “ট্রাব”

Reported By:- News Desk

শিল্প-সংস্কৃতির আদানপ্রদানের সংকল্প নিল দুই দেশের সাংবাদিকরা সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল “ইন্ডিয়া-বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৪” ইন্ডিয়া-বাংলাদেশ রিপোটার্স অ্যাসোসিয়েশন (ইব্রা) ও টেলিভিশন রিপোর্টার্স অব বাংলাদেশ (ট্রাব) ইন্ডিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল দুই বাংলার সাংস্কৃতিক-সম্প্রীতি শীর্ষক আলোচনা। অনুষ্ঠানে হাজির দুই বাংলার সাংবাদিক ও গণমান্য অতিথিরা সংকল্প নিলেন এপার-ওপারের ভাষা-শিল্প-সংস্কৃতির আদানপ্রদানের। অনুষ্ঠানের শিশুদের নিয়ে তৈরি শর্টফিল্ম “গোলু” প্রদর্শিত হয়। দুই দেশের দুই বরেণ্য ব্যক্তির স্মরণে দুটি তথ্যচিত্রের নির্বাচিত অংশ প্রদর্শন করা হয়। বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক প্রয়াত ফজলুল হকের জীবনী নিয়ে তথ্যচিত্র The Fronters Man Fajlul Haque তথ্যচিত্রটি প্রদর্শন হয়। তথ্যচিত্রের পরিচালক: শহিদুল আলম সাচ্চু (Sahidul Alam Sacchu)। প্রয়াত ফজলুল হকের পুত্রবধু তথা শিল্পপতি কনা রেজা প্রয়াত হকের স্মৃতিচারণা করেন। এপার বাংলায় তরফে প্রদর্শিত হয় তপশ্রী গুপ্ত পরিচালিত তথ্যচিত্র “অগ্নিপুরুষ বিনোদ বিহারী”। অবিভক্ত ভারতে স্বাধীনতা সংগ্রামে বর্তমান দুটি দেশের মানুষের অবদান অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এক অবিস্মরণীয় সংগ্রাম। সেই সংগ্রামে মাস্টারদা সূর্য সেনের অন্যতম সঙ্গী ছিলেন বিনোদবিহারী চৌধুরী। ১০২ বছর বয়সে কলকাতায় তাঁর পুত্রের বাসভবনে এক রুদ্ধশ্বাস সাক্ষাৎকার নেওয়া হয়, যা আজও অপ্রকাশিত। সেই সাক্ষাৎকারটি নিয়ে তথ্যচিত্র "অগ্নিপুরুষ বিনোদ বিহারী।" অনুষ্ঠানে বাংলাদেশের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাম মাহমুদ, পরিচালক, অভিনেতা, নাট্যকার সাজ্জাদ হোসেন দোদুল, সাধারণ সম্পাদক, (টেলিপ্যাব), নাসরিন হেলালী, নাট্য নির্দেশক, অভিনেত্রী, আবদুন নুর সজল, বিশিষ্ট টিভি ও চলচ্চিত্র অভিনেতা, আবুল হোসেন মজুমদার, চলচ্চিত্র প্রযোজক, সালমান হায়দার, বিশিষ্ট চিত্রনাট্যকার ও পরিচালক, লায়ন আনোয়ারা বেগম নিপা, চেয়ারম্যান, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন, রাজিয়া মুন্নি, কণ্ঠশিল্পী, বাংলাদেশ টেলিভিশন ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর, শিক্ষাবিদ পবিত্র সরকার, পদ্মশ্রী মাসুম আখতার, তপশ্রী গুপ্ত, অধ্যাপক রাধাতমাল গোস্বামী, ডঃ নটরাজ রায় সহ বহু গুণিজন। এরপর দুই বাংলার কৃতী মানুষদের “ইন্ডিয়া-বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড ২০২৪” সম্মান জানানো হয়। সম্মানিত হন চলচ্চিত্র পরিচালক রাজকুমার পাল, প্রকৃতি প্রেমী চিত্রগ্রাহক অনুপম হালদার, গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী কুশল চ্যাটার্জী, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রাবন্ধিক ও লেখক তরুণ রায়চৌধুরী, বাংলা সাহিত্য কবিতা জন্য তাপস মহাপাত্র, চিত্রশিল্পী সোমা কুণ্ডু ও সমীর কুণ্ডু, সোমেন কোলে, অভিনেত্রী ও সংগীত শিল্পী জেনিভা রায়।

Leave a Reply

error: Content is protected !!