দক্ষিণ 24 পরগণা বাসন্তিতে আবারো গুলিতে তৃণমূল কর্মী খুন

দক্ষিণ 24 পরগণা বাসন্তিতে আবারো গুলিতে তৃণমূল কর্মী খুন

Reported By:-  Masud Rana

YouTube Link:-  https://youtu.be/9J7YIjzv9_8

দক্ষিণ 24 পরগণা বাসন্তিতে আবারো গুলিতে তৃণমূল কর্মী খুন।আজ সকাল ৯.৪৫ মিনিটের দিকে বাসন্তী থানার অধীনে ভরতপুর বাজারে তৃণমূলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মনিরুলের বাড়ির সামনে ধারালো অস্ত্রের পর গুলি করাহায় আলম গাজীকে, গুরুতর আহত ব্যাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়।
এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!