Skip to content
দামোদর নদে বিপদের সম্মুখীন: যুবকদের সাহসিকতা সমুজ্জ্বল

দামোদর নদে বিপদের সম্মুখীন: যুবকদের সাহসিকতা সমুজ্জ্বল

Reported By:-  অভিজিৎ হাজরা, হাওড়া

২১ সেপ্টেম্বর, উলুবেড়িয়া মহকুমার আকনা গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দামোদর নদে স্নান করতে গিয়ে একজন মহিলা প্রবল স্রোতে ভেসে যান। এ সময় গ্রামবাসী রাকেশ সামন্ত এবং সৌমেন মালিক তার সাহায্যের জন্য এগিয়ে আসেন। প্রতিবেদনে জানা গেছে, মহিলা যখন নদীতে ভেসে যাচ্ছিলেন, তখন ওই দুই যুবক নিজেদের নিরাপত্তা ভুলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন। তারা দীর্ঘ চার কিলোমিটার সাঁতার কাটেন এবং অবশেষে মহিলাকে উদ্ধার করেন। মহিলাটিকে উদ্ধার করার পর দ্রুত উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, মহিলা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তার জীবন ফিরে পেয়েছেন। এই ঘটনা স্থানীয় জনসাধারণের মধ্যে সাহস ও মানবিকতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজে এমন মানবিকতা ও সাহসের উদাহরণ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

error: Content is protected !!