কলকাতা প্রেসক্লাবে ৩০ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হলো 'দশরূপে দশভূজা' ট্রেইলার। বিধায়ক মদন মিত্রের সম্মানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি কুনাল সাহা, নিতু সাহা এবং অন্যান্য শিল্পীরা।
৪৬ মিনিটের এই সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেছেন রাকেশ পান্ডে, যেখানে প্রযোজনার দায়িত্ব পালন করেছেন শান্তনু মন্ডল ও সুজিত সেন। নৃত্য পরিচালনায় পায়েল রায় এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন সাহেব চক্রবর্তী।