মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে নবগ্রাম থানার ইটাসরান গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- দিন কয়েক আগে জেলার খড়গ্রাম থানার শেরপুরের বাসিন্দা ওই দুই নাবালিকা দাদুর বাড়ি বেড়াতে আসে নবগ্রামে। এরপর আজ (মঙ্গলবার) দুপুর থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে গ্রাম জুড়ে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবার সদস্যরা। এমতো অবস্থায় গ্রামের এক পুকুরে ওই দুই নাবালিকার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন। খবর পেয়ে পরিবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করে আলিশা খাতুন (১২) ও মোনালিশা খাতুন (১১) নামে ওই দুই নাবালিকার। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় নবগ্রাম থানার পুলিশ। দুই নাবালিকার এই মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়ে পরিবার সদস্যরা।