দা ডোমকল কলিং পত্রিকার তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

দা ডোমকল কলিং পত্রিকার তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

REPORTED BY:- MASUD RANA


আজ দা ডোমকল কলিং পত্রিকার তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে তাজউদ্দিন বিশ্বাস স্মৃতি সম্মান ২০২২ প্রদান করা হলো বিশিষ্ট সাহিত্যিক তথা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল্লা শামীমকে। ডক্টর সাইফুল্লা শামীমকে সংবর্ধনা স্মারক তুলে দেন অধ্যাপক বিভাস বিশ্বাস, সংবর্ধনা পত্র তুলে দেন শামসুল আলম, দা ডোমকল কলিং পত্রিকার বিগত সমস্ত সংখ্যা তার হাতে তুলে দেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী খন্দকার ওমর ফারুক।এই অনুষ্ঠানে সভামুখ্যর আসন অলংকৃত করেন বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষাবিদ শামসুল আলম মহাশয়। উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা সুজাতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক চন্দ্রপ্রকাশ সরকার, এছাড়াও আরো অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত সারা রাজ্যের উপস্থিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানান পত্রিকার সম্পাদক এম এ ওহাব। সাম্প্রতিক অতীতে এত বড় সাহিত্যের অনুষ্ঠান হয়নি বলে অনেকের দাবি সেই অর্থে এটি একটি সফল অনুষ্ঠান। এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মৃতি হালদার এবং রাশিদুল বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা বাংলার বার্তা, সত্যের সন্ধানে বাংলার ঘরে ঘরে।

Leave a Reply

error: Content is protected !!