Skip to content
“দিতিপ্রিয়া রায়”  কার সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন !

“দিতিপ্রিয়া রায়” কার সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন !

Reported By:- Masud Rana

জি বাংলার একদা জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-র মাধ্যমে অভিনেত্রী হিসাবে সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তবে বর্তমানে তিনি একাধিক ওয়েব সিরিজ ও ফিল্মের কাজ নিয়েই ব্যস্ত। আগামী 26 শে মে, দিতিপ্রিয়া অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রাজনীতি’ স্ট্রিম হতে চলেছে হইচই-এ। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজের পোস্টার। দিতিপ্রিয়াও ব্যস্ত ‘রাজনীতি’-র প্রোমোশনে। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) পরিচালিত এই ওয়েব সিরিজে তাঁর চরিত্রের নাম রাশি ব্যানার্জী। সম্প্রতি দিতিপ্রিয়া তাঁর পোষা বিড়ালের সাথে ছবি তুলে তা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন।তবে এই ছবিকেও তিনি ব্যবহার করেছেন প্রোমোশনাল কন্টেন্ট হিসাবেই।

Leave a Reply

error: Content is protected !!