Reported By : অভিজিৎ হাজরা
১১ ই জানুয়ারি, বুধবার, হাওড়ায় " দিদির রক্ষা কবচ " কে সামনে রেখে এলাকার সাধারণ মানুষের সমস্যার সমাধানে এবার কলেজের ছাত্রছাত্রীরা নামল প্রচারে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাঝির নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হল আমতার রামসদয় কলেজ ছাত্রছাত্রীরা। আমতা রামসদয় কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিশাল মিছিল করলেন তারা। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাঝি, আমতা কলেজের ছাত্র পরিষদের সভাপতি রুহুল আমিন খান সহ গোটা ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। আমতা কলেজ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় আমতা ১ নং পঞ্চায়েত সমিতির পাশে সি টি সি বাসস্ট্যান্ডে। মিছিলের বিষয়বস্তুতে যেমন ছিল কেন্দ্রীয় দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ তেমনি অপরদিকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী ৬৮ টি প্রকল্পের প্রচার ও প্রসার।