Reported By : Binay Roy
৪ ঠা জানুয়ারি, বুধবার, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনী সিংহ রায়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, ইদ্রিস আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্লকে ১১ই জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়। কি কি বিষয় নিয়ে দিদির দূতেরা মানুষের কাছে যাবেন তা এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্বরা তুলে ধরেন ।