” দিদি আমাদের নিয়োগ করুন “ – G Tv { Go Fast Go Together)
” দিদি আমাদের নিয়োগ করুন “

” দিদি আমাদের নিয়োগ করুন “

 

2019 সালের 14 ই ফেব্রুয়ারি স্বাস্থ্য দপ্তরে হেলথ ফেসিলিটি ম্যানেজার পদ যেটার পূর্বনাম ছিল ওয়ার্ড মাস্টার ।সেই পদে 819টি ভ্যাকেন্সি বের হয় ।সেই মোতাবেক আমরা চাকরিপ্রার্থীরা প্রায় সোয়া তিন লক্ষ চাকরিপ্রার্থী অ্যাপ্লাই করি ।তারপর হেলথ রেক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল সেই নোটিশে বলা ছিল যে সেখানে গ্রাজুয়েশন এবং এইচএস এর মার্কশ ভিত্তিতে sortlisted করা হবে এবং এরপর রিটেন এক্সাম অথবা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। সেই সোয়া তিন লক্ষ পরীক্ষার্থীদের থেকে বাছাইপর্বে শুরু করে এবং তিনটে ফেইজে ভেরিফিকেশন করে মেরিট লিস্ট এর ভিত্তিতে ।2020 পর্যন্ত আমরা 16 হাজার 380 জন মেরিট লিস্ট স্থান পায় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করি ।তার পরবর্তীকালে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে বলা হয়েছিল 2020 সালে পুজোর পরে আমাদের ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন করা হবে কিন্তু এই নিয়োগ-প্রক্রিয়া আজও অধরা। আমাদের পরবর্তী প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আমরা পরবর্তীকালে হেলথ রেক্রুটমেন্ট বোর্ড স্বাস্থ্য ভবনে একাধিক বার ডেপুটেশন দিয়েছিলাম আমাদের রিক্রুটমেন্ট যাতে তাড়াতাড়ি শুরু হয় তাতেও কোনো কাজ হয়নি আমরা হেলথ রিক্রুটমেন্ট ব বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং স্বাস্থ্য ভবনের আধিকারিক তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু কোনো রকম কাজ হয়নি অথচ আমাদের অন্ধকারে ফেলে রেখে বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে যারা এই হেলথ ফেসিলিটি ম্যানেজার অবসরপ্রাপ্ত তাদেরকে আবার পূর্ণ নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা সরকারি হাসপাতালে এরকম করা হচ্ছে তাই আমরা চাই পুনর্নিয়োগ না করে যাতে আমাদের নিয়োগ করা হয় আমরা আমরা যেহেতু merit লিস্টের প্রার্থী আমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করে আমাদেরকে নিয়োগ করা হোক এবং অবসরপ্রাপ্তদের পুনঃনিয়োগ বন্ধ করা হোক। আমাদের নিয়োগের পরবর্তীকালে ডাক্তার নার্সদের বিজ্ঞপ্তি বেরোয় এবং বিভিন্ন টেকনিশিয়ান পদে বিজ্ঞপ্তি বেরোবে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে কিন্তু আমাদেরটা আজও বিশবাঁও জলে এরকম কেন হবে আমরা চাই যাতে অতিসত্বর আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হোক।

Leave a Reply

Translate »
Call Now Button