দিনদুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ। আবারও জানিয়ে রাখি মু্র্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় বিয়ে বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠল। ঘটনায় জখম হয়েছে সাতজন। ঘটনার পর বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে গুনেনন্দ্রনাথ মন্ডল ও ভানুমতি মন্ডলকে নামের দুজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে এই বোমা হামলা তা পরিস্কার নয়। ঘটনার পর ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌছেছে। এলাকা থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাতে প্রভাষ চন্দ্র মন্ডলের মেয়ে পায়েল মন্ডলের বিয়ে ছিল। আত্মীয় স্বজনেরা বাড়িতেই ছিল। তারপর আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে বোমা মারার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুরুষ ও মহিলা মিলে মোট সাতজন জখম হয়। কোথায় বিয়ে বাড়ীতে সকলে মিলে আনন্দ উপভোগ করবে ,তা না হয়ে হঠাৎ বিষাদে ভরে গেল গোটা বিয়ে বাড়ি। দিনদুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটায় হতবাক স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনা যে হতে পারে তা আঁচ করতে পারেনি প্রভাষ মন্ডলের পরিবার।