Reported By : Binay Roy
২৩ শে জুলাই, রবিবার, মনিপুরের পর একই ঘটনার পুনরাবৃত্তি লক্ষ্য করা গেল মালদার পাকোয়া হাটেও। দিনে দিন বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা সম্প্রতি বহরমপুরের গোয়ালজানেও এক মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায়। সব মিলিয়ে যে হারে ক্রমশ বেড়ে চলেছে নারী নির্যাতনের মতো নিন্দনীয় ঘটনা- সেই জায়গা থেকে আজ (রবিবার) বহরমপুর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে। মূলত বহরমপুর শহরের মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র সহ জেলা বিজেপির বিশিষ্ট নেতা ও দলের কর্মীরা।