Reported By: Binoy Roy
YouTube Link: https://youtu.be/f3gdUSpuifc
দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্তরে। হাসপাতাল চত্তরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জন সমক্ষে এক মহিলার হাত থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় অপর এক মহিলা। যদিও স্থানীয় মানুষজনের তৎপরতায় পরক্ষণেই ধরে ফেলা হয় ছিনতাইকারীকে। তবে শেষ অবধি তার কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করা সম্ভব হলেও উদ্ধার হয়নি ব্যাগে থাকা নগদ কিছু টাকা সহ অন্যান্য সামগ্রী। ঘটনাকে ঘিরে এদিন দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে।