Reported By : News Desk
২৮ শে ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদ জেলা সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা। সেখানে সিটুর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ মিশ্রের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করে বিক্ষোভ মিছিলের ডাক সিপিএমের জেলা সম্পাদকের। এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান, গতকাল ফারাক্কার বেনিয়া গ্রামে তাদেরই এক নেতা আক্রান্ত হন শাসকদলের হাতে। তারই প্রতিবাদ স্বরূপ আজ বিকাল চারটেয় বহরমপুর জেলা সিপিএম কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।