Skip to content
দিল্লিতে গিয়ে মৃত্যু ডোমকলের পরিযায়ি শ্রমিকের

দিল্লিতে গিয়ে মৃত্যু ডোমকলের পরিযায়ি শ্রমিকের

Reported By : Masud Rana
১০ ডিসেম্বর, রবিবার, দিল্লিতে গিয়ে মৃত্যু ডোমকলের পরিযায়ি শ্রমিকের। মৃতের নাম মাফিকুল মণ্ডল, বয়স আনুমানিক ৩৮ বছর। তার বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা পূর্বপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় দরিদ্রতার কারণে, পেটের টানে রিকশা চালানোর কাজ করতো মাফিকুল, দিল্লির রৌশননগরে রিকশা চালাত মাফিকুল মন্ডল, পরিবারে সদস্য ছিলেন স্ত্রী সহ তিন সন্তান। গ্রামের বাড়িতে বাস করার মত মাথার উপরে ছিল না ছাদ, সেই কারণেই দীর্ঘ ৮ বছর পর দিল্লি থেকে বাড়ি ফিরে, আবারো সপ্তাহ দুয়েক আগে স্ত্রী সহ তার ছেলে মেয়েকে নিয়েই আবারও দিল্লিতে চলে যায়। যদিও বড় মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু বিয়ে দিতে এখনো বাকি আরও এক মেয়ের। দিল্লিতে কাজকর্ম ভালোই চলছিল, কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পড়লে শনিবার অর্থাৎ গতকাল চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং গভীর রাত্রে মৃত্যু হয় মাফিকুলের। তবে মৃত দেহ কিভাবে গ্রামের বাড়িতে ফিরবে? সেই চিন্তায় এবং তার দুই সন্তানকে নিয়েও চিন্তায় রয়েছেন মাফিকুলের পরিবার। যদিও এই দুর্দিনে মাফিকুলের পরিবারকে আর্থিক সহায়তা করা ছাড়াও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঘোড়ামারা অঞ্চল যুব সভাপতি সৌরভ হোসেন সহ ওই অঞ্চলের জনপ্রতিনিধিগণ।

Leave a Reply

error: Content is protected !!