Reported By : News Desk
২৬ শে জুন, সোমবার, কোলকাতা (২৫ জুন ২৩):-
দিশা দ্য গুরুকুল-এর উদ্যোগে আজ বাগুইহাটির নারায়ণতলায় হয়ে গেল রূপালী পর্দায় কাজ করতে ইচ্ছুক ক্ষুদে শিল্পীদের অডিশন।
অভিনেতা নির্দেশক ঋক জয়সওয়াল ও অভিনেত্রী চিত্রালী দাস-এর সামনে ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, অ্যালবাম সং আদি বিভিন্ন বিষয়ে অভিনয়ের জন্য আজ অডিশন নেওয়া হয়।