Skip to content
“দীপিকা সিং” ঝড় তুললেন বৃষ্টিতে ভেজা শরীরে !

“দীপিকা সিং” ঝড় তুললেন বৃষ্টিতে ভেজা শরীরে !

Reported By:- Subham Roy

মুম্বইয়ের বর্ষা যথেষ্ট বিখ্যাত। জুন-জুলাই মাসে মারাঠি নগরীর রাস্তাও জলে ভাসে। গত বছর রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) পাপারাৎজিদের কাছে তুলে ধরেছিলেন বর্ষায় মায়ানগরীর বেহাল দশা। কিন্তু মায়ানগরীর মায়া আলাদাই। অন্তত দীপিকা সিং (Deepika Singh)-এর কাছে তো বটেই। ‘দিয়া অউর বাতি হাম’ খ্যাত অভিনেত্রী দীপিকা মুম্বইয়ের বর্ষাকে উপভোগ করতে নেমে পড়লেন রাস্তায়। উচ্ছ্বসিত হয়ে বৃষ্টিতে ভিজে ছবিও তুললেন। তা নিমেষে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এদিন ইন্সটাগ্রামে দীপিকা নিজেই বর্ষণমুখর দিনের ছবি অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন।ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার পরনে রয়েছে আকাশনীল রঙের ডেনিম হট প্যান্ট ও সাদা রঙের ট্রান্সপারেন্ট শার্ট। শার্টটি কোমরের কাছে বাঁধা। ফুলস্লিভ ট্রান্সপারেন্ট শার্ট ভিজে দৃশ্যমান হয়েছে দীপিকার সাদা রঙের অন্তর্বাসও। ওয়াটারপ্রুফ মেকআপ করেছেন দীপিকা। চোখে হালকা কাজল ব্যবহার করেছেন তিনি। ঠোঁটে রয়েছে ন্যুড ব্রাউন শেডের লিপস্টিক। ভেজা চুল চারিদিকে ছড়িয়ে রয়েছে। কানে রয়েছে সিলভারের ইয়ারিং। খালি পায়ে বৃষ্টির মজা উপভোগ করতে রাস্তায় নেমে পড়েছেন দীপিকা। রীতিমত নাচের ভঙ্গিতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ভিজে গিয়েছেন তিনি। ক্যাপশনের সাথে দীপিকা জুড়েছেন মেঘ ভেঙে বৃষ্টি হওয়ার ইমোজি। ছবিগুলি তুলেছেন দীপিকার স্বামী রোহিত রাজ গোয়েল (Rohit Raj Goyal)। দিল্লীর যৌথ পরিবারের মেয়ে দীপিকা শৈশব থেকেই আর্থিক সমস্যার সাক্ষী। অভিনেত্রী হতে চেয়ে মুম্বই এসেছিলেন তিনি। একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও ‘দিয়া অউর বাতি হাম’ দীপিকাকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে।

Leave a Reply

error: Content is protected !!