শুক্রবার সন্ধ্যারাতে ডোমকল থানার অন্তর্গত কালুপুর মাঠের পাকা সড়কে গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকে আটক করেন ডোমকল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুই কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
ধৃতদের আজ মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রের খবর। তারা দীর্ঘদিন ধরে বিস্ফোরক দ্রব্যের কারবার করে আসছিল বলেও জানা যায়। আটক ব্যাক্তিদের নাম আসারুল মালিথা (বয়স 40)। দু কেজি বিস্ফোরক পদার্থ সহ গ্রেফতার করা হয়।
তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আনারুল ইসলাম মন্ডল (বয়স ৪৬) , নজর মন্ডল (বয়স ৪০) ধৃতরা ডোমকল থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।