দুই দেশের সম্প্রীতি বজায় রক্ষার্থে ভারত বাংলাদেশ মৈত্রী ফুটবল প্রতিযোগিতা হল নদিয়ার শিকারপুর।

দুই দেশের সম্প্রীতি বজায় রক্ষার্থে ভারত বাংলাদেশ মৈত্রী ফুটবল প্রতিযোগিতা হল নদিয়ার শিকারপুর।

Reported By: Masud Rana

YouTube Link: https://youtu.be/qdhDzbV3Iik

দুই দেশের সম্প্রীতি বজায় রক্ষার্থে ভারত বাংলাদেশ মৈত্রী ফুটবল প্রতিযোগিতা হল নদিয়ার শিকারপুর। বিএসএফ বনাম বিজিবি ফুটবল প্রতিযোগিতার এই লড়াইয়ে, খেলা শুরু থেকেই চাপে ছিলো বাংলাদেশ। অবশেষে ৫ গোলে বাংলাদেশকে হারিয়ে জয় লাভ করে ভারতের বিএসএফ দল। ৮৬ নং শিকারপুর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। ভারত বনাম বাংলাদেশের এই ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমাই ওই এলাকার ফুটবল প্রেমীরা। ভারত বাংলাদেশ ভাগ হয়ে গেলেও ভাগ হয়নি, এপার বাংলা-ওপার বাংলার মানুষের হৃদয় থেকে। ঠিক এমনটাই জানান বাংলাদেশের বিজিবি ব্রিগেডিয়ার মহিউদ্দিন মুহাম্মদ জাভেদ।

Leave a Reply

error: Content is protected !!