Reported By : Binay Roy
২১শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার করল দুই বালতি তাজা বোমা। বুধবার রাতে গোপণ খবরের ভিত্তিতে সামশেরগঞ্জ থানার হাসুপুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে তাজা বোমাগুলো হাসুপুরে রেখেছিল তার তদন্ত করে দেখছে পুলিশ।