Skip to content
দুই ব্যক্তি সহ পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার জলঙ্গীতে

দুই ব্যক্তি সহ পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার জলঙ্গীতে

গোপন সূত্রে খবর পেয়ে দুই ব্যক্তি সহ পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার জলঙ্গীতে

গোপন সূত্রে খবর পেয়ে ইন্সপেক্টর উৎপল কুমার দাশ জলঙ্গি থানার এস’আই টিকরবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ২ (দুই) সন্দেহ ভাজন দুই ব্যক্তিকে আটক করেন। ১) মুর্শিদা বেওয়া (৪৫) গ্রাম হরেকৃষ্ণপুর,থানা সাগরপাড়া এবং ২) আজিজুল মন্ডল (৫০) চকমাথুরা, থানা সাগরপাড়া, জেলা মুর্শিদাবাদ।

দু’জনকে তল্লাশি চালিয়ে কাপড়ের থলি থেকে একটি সেলোফেন পেপার প্যাকেট উদ্ধার করা হয়েছিল যার মধ্যে ৫০০০ হাজার ইয়াবা ট্যাবলেট (পাঁচ হাজার) লুকিয়ে রাখা হয়েছিল। আটককৃত মুর্শিদা বেওয়া দ্বারা বহনকারী একটি কালো রঙের সাইড ব্যাগে।

গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের দোষ স্বীকার করে, তারা মাদকদ্রব্য সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং তারা আরও স্বীকার করেছে।

এদিন মুর্শিদাবাদ জেলা আদালতে তুলা হলে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ হেপাজোদের আবেদন করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!