সারা রাজ্যের আজ শুরু হলো উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা, প্রথম দিনের শুরুতেই, নজিরবিহীন ঘটনা, দু মাসের শিশুকে নিয়ে মা পরীক্ষায় বসলেন সিজগ্রাম H.M.T HS স্কুলে, উচ্চ মাধ্যমিক সেন্টারে, ৪১৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে দুজন মা ভরতপুর থানার, ভরতপুর আলিয়া হাই স্কুলের ছাত্রী, তাদের দু মাসের শিশুকে নিয়ে আজ পরীক্ষায় বসলেন, মায়েরা বলেন, সংসারে সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করবে তারা, বাড়ির শ্বশুর-শাশুড়ি ও স্বামীর, ইচ্ছে বাড়ির বউ উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, তাই তারা এই এই কোলের দুধের শিশুকে নিয়ে পরীক্ষায় বসলেন, করা নিরাপত্তার মধ্য দিয়ে, স্কুলের ছাত্র ছাত্রী প্রবেশ করানো হয়, এবং বহু ছাত্র-ছাত্রী মোবাইল নিয়ে ঢুকতে গেলে শিক্ষকরা চেক করার সময় তাদের মোবাইল গুলো, শিক্ষকরা নিজের হেফাজতে রেখে দেন এবং পরীক্ষার শেষে, ছাত্র-ছাত্রীদের বলেন নিয়ে যাওয়ার জন্য, হয়তো মোবাইল থাকলে পরীক্ষা সেন্টারে কোন ঘটনা ঘটতে পারে, তাই এই নিরাপত্তার মধ্যে, মোবাইল গুলি নিয়ে জমা নেয়া হয়, কি বললেন ওই শিশু কোলে নিয়ে পরীক্ষার্থী, ও স্কুল শিক্ষিকা, দেখুন তাদের একটি সাক্ষাৎকার,